বড় ভাইর কামড়ে ছোট ভাইর মৃত্যু
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৪
বড় ভাইর কামড়ে ছোট ভাইর মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি গরুর বাছুরকে কেন্দ্র করে বড় ভাইর কামড়ে মারা গেছেন ছোট (সৎ )ভাই নুরুল আবছার মামুন (২১)।


শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় ঘটনাটি ঘটে।


মৃত নুরুল আবছার মামুন নয়াপাড়ার বাসিন্দা মৃত আনোয়ার হোসেন ও রাবেয়া খাতুনের ছেলে। ঘটনার পর ঘাতক আবু মুছা পালিয়ে যায়।


রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক আবু মুছাকে আটক সম্ভব হয়নি বলে জানা গেছে।


জানায়, শনিবার সকালে একটি গরুর বাছুর কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবু মুছা ক্ষিপ্ত হয়ে সৎ ছোট ভোট ভাই নুরুল আবছার মামুনের কানে কামড় দেন। এতে প্রচুর
রক্তক্ষরণ হলে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


সেখানে নুরুল আবছারের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকেতনি মারা যান।


এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে একটি গরু বাছুর কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কাঁমড় দিলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছারের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হারুন বলেন, নিহত নুরুল আবছার মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা
হয়েছে। ঘাতক আবু মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/নুরুল করিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com