পঞ্চগড়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৬
পঞ্চগড়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের জেলার প্রাথমিক বিদ্যালয়ের সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু করেছেন শিশুস্বর্গ ফাউন্ডেশন নামের একটিস্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।


তারই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শেষ পর্বে জেলার বোদা উপজেলার বোদা পাইলট সরকারি মডেল স্কুল  মাঠে  বোদা পেীরসভার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯১ জন শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।


রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে উৎসবে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেন্দ্রীয় বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব  ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব উপহার তুলে দেন।


এর আগে ওই উপজেলার আরও ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫০০ শিশু শিক্ষার্থীর হাতে  শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন শিশুস্বর্গ ফাউন্ডেশন নামে ওই প্রতিষ্ঠান। এসময় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ সহ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ বক্তব্য রাখেন ।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com