
উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খাবারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছিলেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দিলে আন্দোলনকারীরা পুনরায় হাসপাতালে ফিরে যান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালে ফিরে যান। তবে সমন্বয়ক সারজিস আলম আহতদের সঙ্গে আলোচনা করতে হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন।
গণঅভ্যুত্থানে আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের।
এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থা নেন।
এর আগে, সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]