
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে৷ এসময় বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০), জুলহাস ২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বুধবার একই ঘটনার জেরে শরীফের বড় ভাই আংগুর মিয়া ও হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়া, মারফত আলী ও আম্বর আলীসহ দু'পক্ষের ৪০-৫০ জন দা-লাঠিসোঁটা ও ফলা-বল্লম নিয়ে মারামারিতে জড়িয়ে যায়৷ এমন সময় সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জুলহাসের বাবা মিজানুর রহমান হিরা বলেন, এর আগে বিটেবাড়ির জায়গার বিরোধ নিয়ে আমার বড়ভাই খুর্শিদ মিয়া অভিযুক্ত আসামী হোসেন মিয়া ও তার পুত-ভাতিজার হামলার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজকেও একই ভাবে হোসেন মিয়ার লোকেরা আমাদের উপর হামলা করে। আগের ঘটনায় সরাইল থানায় হোসেন মিয়াসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি। কিন্তু পুলিশ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকালে পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও সরাইল থানায় একটি মামলা আছে৷ কোন বাড়িঘর ভাঙচুর বা লুট হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]