
‘নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে‘জয়িতা অম্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদেও হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনসহ প্রমুখ।
অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে, তারা হলেন- সফল জননী ফরিদা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কোহিনূর পারভীন, অর্থনৈতিকভাবে মোসা. বিথী বেগম, সমাজ উন্নয়নে হেলেনা ইয়াছমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু মোছা. মাছুরা খানম। এই ৫ জন জয়িতাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]