বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৬:৩৫
বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কেবল শাহরুখ খান নন, এবারের মেট গালায় লাল গালিচায় অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিরও। নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী।


কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া।


মেট গালায় এদিন কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন। কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।


কিয়ারা ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্জের। তাদের সঙ্গে মেট গালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। একইসঙ্গে ছিলেন আম্বানিকন্যা ইশা আম্বানি।


কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে অবস্থান করছেন।


এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন তাদের সন্তান আসছে।


২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন শেরশাহ ছবির অনস্ক্রিন জুটি। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গেছেন। তবে সদ্যই ওয়ার ২ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে তার সঙ্গে থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com