
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আরও ২৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৬ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৪ মে) রাতভর আটক ৫৪ জনের মধ্যে তদন্ত ও যাচাই-বাছাই শেষে ৪৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার (৫ মে) হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, জাহিদ রাসেল, রুমানা টুসি, এবং জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ ও সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ ১০০ জনের নামে মামলা দায়ের করেন এনসিপি নেতা খন্দকার আল আমিন। মামলার পর রাতভর অভিযানে ৩২ জনকে গ্রেফতার করে জিএমপি। যাদের মধ্যে ২৩ জন হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় এবং বাকিদের গ্রেফতার দেখানো হয় অন্যান্য মামলায়।
সব মিলিয়ে গত দুদিনে গাজীপুর থেকে মোট ১০২ জনকে গ্রেফতার করা হলো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]