পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:০৮
পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৩ জেলায় সেনাবাহিনীর সাথে ‘সন্ত্রাসীদের’ ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসদস্যসহ এবং ৮ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।


সোমবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)।


আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রবিবার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় সেনা সদস্যদের।’


সেনাবাহিনীর মিডিয়া উইং অনুসারে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময়, সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং ফলস্বরূপ, তিনজন নিহত হয়।


আইএসপিআর আরও জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী নিহত হন।
এখানে তীব্র গুলিবিনিময়ের সময়, একজন সাহসী সৈন্য মৃত্যুবরণ করেন। তার নাম নায়েক মুজাহিদ খান। বয়স ৪০ বছর। তিনি জেলা কোহাটের বাসিন্দা।
খাইবার এবং বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আরও দুটি সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত হন।
গুলিবিনিময়ের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।


২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর, গত এক বছরে পাকিস্তানে বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com