
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দেশে শিল্প কলকারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে- উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে।
দেশে বিদ্যুৎ ও জ্বালানির বড় একটি অংশ আমদানি নির্ভর হওয়ায় তা ব্যবহারে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
একই অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরও ভূমিকার রাখার আহ্বান জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]