
পঞ্চগড়ে বিএনপির ১০ দফা কর্মসূচিতে আতর্কিত হামলায় বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিন (৫০) মৃত্যুর ঘটনায় সাবেক ডিসি জহুরুল ইসলাম ও সাবেক পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ ১৫৮ জন নামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী শিরিন আখতার।
এই মামলায় নামীয় সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক এমপি মজাহারুল হক প্রধান, সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ অজ্ঞাত ৭০০ হতে ৮০০ জনকে আসামি করা হয়।
গতকাল সোমবার মামলাটি পঞ্চগড়ের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা হলে আজ মঙ্গলবার (৫ মে) আমলি আদালতের বিচারক এস.এম শফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে পঞ্চগড় সদর থানা পুলিশকে এজাহারভুক্ত করার আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, পঞ্চগড় জেলা দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করছিল। সমাবেশে জেলা উপজেলার নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। আসামিরা হত্যার উদ্দেশ্যে বাদিনীর স্বামী মৃত আব্দুর রশিদ আরেফিনকে এলোপাথাড়ি মারপিট করে ও ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। একপর্যায়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে নুরুজ্জামান বাবু এগিয়ে গেলে তাকেও মারপিট করে রক্তাক্ত করে। পরে আব্দুর রশিদ আরেফিন ও নুরুজ্জামান বাবুকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করে। নুরুজ্জামান বাবুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে হস্তান্তর করে। তার মাথায় পাঁচটি সেলাই রয়েছে। আসামিরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও জ্বালিয়ে দেয়। এতে ছয় লক্ষ ৫৯ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
মামলার বাদী শিরিন আক্তার জানান, তৎকালীন পতিত স্বৈরাচারী সরকারের ভয়-ভীতি ও প্রাণনাশের আশঙ্কায় এতদিন মামলা করতে পারেননি বাদী।
বাদির আইনজীবি আব্দুল ওহাব আনসারি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে তদন্ত করে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]