‌‘ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই দেয়া হবে সনদ তৈরির পথরেখা’
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৩:১২
‌‘ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই দেয়া হবে সনদ তৈরির পথরেখা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।


মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐক্যতম কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।


বৈঠকের প্রাথমিক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তাদের মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে হস্তান্তর করেন।


এসময় আখতার হোসেন বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান রুখতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করাই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত।


তিনি আরও বলেন স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে।


এ বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com