ভবিষ‍্যতের শহর হবে নিরাপদ: গৃহায়ণ উপদেষ্টা
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৪:৫৬
ভবিষ‍্যতের শহর হবে নিরাপদ: গৃহায়ণ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরাকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভবিষ‍্যতের শহর হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল।


মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে রাজউক ও জাইকা আয়োজিত এক সেমিনারের এমন মন্তব্য করেন তিনি।


ভবন সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও জাইকা প্রতিনিধিবৃন্দ। সেমিনারে রাজধানীর ভবনগুলোতে যথাযথ বিল্ডিং কোড অনুসরণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।


সেইসঙ্গে ভবিষ্যৎ সম্ভাব‍্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তারা। এরপর রাজউক ও জাইকার মধ‍্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com