
সাফজয়ী ১৮ নারী ফুটবলার গ্রুপ বেঁধে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ তুলে বিদ্রোহ করেছিলেন। পিটার থাকলে তারা খেলবেন না। পিটারও অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের এগিয়ে আসায় আপাতত সমস্যা সমাধান হয়েছে। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন হয়েছে।
ভুটানে লিগ খেলতে গেছেন ১০ ফুটবলার, ঢাকায় বাফুফের ক্যাম্পে রয়েছেন আট ফুটবলার। সবার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে বাফুফের দাবি। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন। তিনি বলেন, '১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।'
কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। ৫ হাজার টাকা করে বেড়েছে বলে জানা গেছে। ভুটানের খেলোয়াড়রা কবে আসবেন, তা জানা নেই বাফুফের। লিগ শুরু হবে ১০ মে। খেলার ফাঁকে ফাঁকে লম্বা সময় বিরতি রয়েছে। লিগের খেলা শেষ হবে আগস্ট।
নাম বেতন
রূপনা চাকমা ৫৫ হাজার
শিউলি আজিম ৫৫ হাজার
শামসুন্নাহার (সিনিয়র) ৫৫ হাজার
মনিকা চাকমা ৫৫ হাজার
মারিয়া মান্দা ৫৫ হাজার
ঋতুপর্ণা চাকমা ৫৫ হাজার
তহুরা খাতুন ৫৫ হাজার
শামসুন্নাহার (জুনিয়র) ৫৫ হাজার
সানজিদা আক্তার ৫৫ হাজার
সাবিনা খাতুন ৫৫ হাজার
নিলুফা ইয়াসমিন নিলা ৫৫ হাজার
কৃষ্ণা রানী সরকার ৫৫ হাজার
মাসুরা পারভিন ৫৫ হাজার
মোসাম্মাৎ সাগরীকা ৩০ হাজার
সুমাইয়া মাতসুশিমা ৩০ হাজার
সাথী বিশ্বাস ২২ হাজার
স্বর্ণা রানী মণ্ডল ২২ হাজার
নাসরিন আক্তার ২০ হাজার
বিবার্তা/এমবিস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]