মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫০
মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


১৭ নভেম্বর, রবিবার সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহত টিপুকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চরমান্দালিয়ায় দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটে লুটপাট চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় রবিবার আহত নেতা-কর্মীদের দেখতে চরমান্দালিয়ায় যান টিপু। ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিপুসহ তার সঙ্গী-সাথীদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন টিপু। পরে তাকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


আহত সাম্মির রহমান টিপু বলেন, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চরমান্দালীয়াতে দোলনের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীদের উপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর ও দোকানপাট লুট চালায়। এসময় সন্ত্রাসীরা দলীয় কার্যালয় ভাঙচুরে এবং আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনার পর আহত ও নির্যাতিত নেতা-কর্মীদের খোঁজ খবর নিতে গেলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে আমাদের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা করে এবং আমাদের মোটরসাইকেল ও সহকর্মীদের রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাদের বাধা প্রদান করলে তারা আমার ওপর হামলা চালায়। এসময় আমরা ৪/৫ জন গুরুতর আহত হয়।


মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com