ধান চাষে সার প্রয়োগযন্ত্র ব্যবহারে বাড়ছে ফলন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৯:৩০
ধান চাষে সার প্রয়োগযন্ত্র ব্যবহারে বাড়ছে ফলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে প্রথমবার ধান চাষে দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে আশানুরূপ ফলন পেয়েছে চাষিরা।যন্ত্রটি দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের।


১৬ নভেম্বর, শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারায় আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে। যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সক্ষম। ফলে সারের কার্যকারিতা ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে।



কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে আর উদ্ভাবিত যন্ত্রের পরীক্ষামূলক ফলাফল নির্ণয় করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়। উদ্ভাবিত প্রয়োগ যন্ত্রটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার কথাও জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন, সিনিয়র সাইন্টিফিক অফিসার মো: মোজাম্মেল হক প্রমুখ।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com