
রাজবাড়ীর পাংশায় আমগাছে ঝুলন্ত অবস্থায় আলিফা খাতুন (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ নভেম্বর, শুক্রবার দিবাগত রাতে উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ কাচারীপাড়া গ্রামের মো. নাজিম উদ্দিন খানের প্রথম স্ত্রী। আলিফা খাতুন চার পুত্র সন্তানের জননী।
জানা যায়, নিহত আলিফা খাতুন তার কনিষ্ঠ পুত্র সন্তান নিয়ে উপজেলার যশাই ইউনিয়নের পূর্ববালিয়া গ্রামের পিতা সালাম শেখের বাড়িতে থাকতেন। অন্য তিন সন্তান স্বামী নাজিম উদ্দিন খানের বাড়িতে থাকেন। নাজিম উদ্দিন খান তার ছোট স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। শুক্রবার দিবাগত রাতে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আলিফা খাতুনের মরদেহ দেখা যায়।
এ ঘটনায় নিহতের বোন সাপলা খাতুন অভিযোগ করে বলেন, আমার বোন শুক্রবার (১৫ নভেম্বর) তার স্বামীর বাড়িতে আসে। রাতে তার স্বামীর বাড়ির লোকজন মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
নিহত গৃহবধূর বড় ছেলে আরিফুল ইসলাম (১৫) বলেন, আমার মা আমার নানা বাড়িতে থাকে। আমার মা আমাদের বাড়িত আসে নি। গত রাত ১ টার দিকে আমাদের ঘরের পিছনে টিউবওয়েলর পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ওখানে গিয়ে দেখি আমার মা গলায় ওড়না পেঁচানো মৃত অবস্থায় আম গাছের সাথে ঝুলে রয়েছে।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]