রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা, তত্ত্বাবধায়কের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের সামনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
তারা বলেন, ১২ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুরে ছাত্রলীগের নেতা তানভীর শেখকে কুপিয়ে মারাত্মক জখম করার পর সদর হাসপাতালে আনা হয়। সদর হসপিটালে যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
তারা আরও বলেন, এর আগেও সদর হাসপাতাল থেকে রেফার্ডের কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্য হয়। এছাড়া হাসপাতালে জখমের যে কোন রোগী আসার পর তাদের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে সেলাই ও ব্যান্ডেজের কাজ করানো হয়।
হাসপাতালে ময়লা, আবর্জনা ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। হাসপাতালের চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পাল করেন না। হাসপাতালটি এখন দুর্নীতির কারখানা বলে অভিযোগ করেন তারা।
এসময় সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, তত্ত্বাবধায়ক ডা.হান্নান এর পদত্যাগ ও হাসপাতালের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
রাজবাড়ী জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালের অনিয়মের বিষয়ে তিনি জেনেছেন। এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী তাসিম বিন আতিয়ার তামিম, সাইদুর জামান সাকিব প্রমুখ।
বিবার্তা/মিঠুন/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]