
গোপালগঞ্জে "তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।
৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে
এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. গোলাম কবির, জেলা তথ্য কর্মকর্তা মো.সুলইমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি লাখসানা লাকী, সমাজসেবা অধিদপ্তরের ডিডি মো. হারুন অর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এসএম হুয়ায়ূন কবীর বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই হলো দেশের আগামীর ভবিষ্যৎ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের সামনে থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তির শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান আলোচকরা।
বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
বিবার্তা/সঞ্জয়/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]