সরিষাবাড়ীতে নার্সদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২
সরিষাবাড়ীতে নার্সদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তিকারীদের অপসারণ ও উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করে


এসময় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার নিলুফা বেগম, সুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স সোহানা খাতুন, শায়লা জাহান, মিডওয়াইফ ফেন্সী, মিথিলা প্রমুখ।


পরে মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। তাদের অপসারণ করা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দেয়া হয়।


এছাড়া উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান তারা।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com