রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ২০:৩২
রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর দুর্গাপুর থেকে ছয় বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলার আসামি নাইম হোসেন (২০) কে গ্রেফতার করছে র‌্যাব-৫।


২৯ জুন, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মঙ্গলপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সে বাগমারা উপজেলার পানিয়া গ্রামের মানিক মোল্লার ছেলে।


র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৮ এপ্রিল তারিখ দুপুর ২টার দিকে বাড়ির পাশের মোল্লাপাড়া জামে মসজিদের পাশে ৬ বছরের এক নাবালিকা খেলা করছিল। এসময় তখন একই গ্রামের নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানাধীন পানিয়া গ্রামস্থ আসামির নিজ বসত বাড়ির ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।


ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ির সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামির বাড়ির সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামি ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। এসময় আসামি ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।


পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।


শনিবার (২৬ জুন) সিপিএসসি, র‌্যাব-৫ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানাধীন মঙ্গলপুর নামক এলাকা হতে ধর্ষণ চেষ্টার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ নিশ্চিত করেছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com