
টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
১ জুন, শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন কবির, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।'
তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে জেলায় তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ দেয়া হয়েছে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]