২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: প্রেস সচিব
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২০:০৯
২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য: প্রেস সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।


রোববার (১০ আগস্ট) দুপুরে সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


প্রেস সচিব বলেন, ২০২৬ সালের নির্বাচনে সবাই স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।


তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের সব আসামির বিচার হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার কিছুটা দেরিতে হলেও সঠিক সময়ে সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে, জাতিসংঘও জুলাই হত্যার সঠিক তদন্ত করেছে।


অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের দুই শহীদের নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অ্যাকটিভিস্ট ও শীর্ষ জুলাই যোদ্ধা আবু সদিক (কায়েম)।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com