গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২৩:৫৯
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুরজাউন মোল্লা (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।


আটক তুরজাউন মোল্লা নড়াইল জেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।


অভিযানের সময় তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ২৬০ টাকা জব্দ করা হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তুরজাউন মোল্লাকে আটক করে। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”


তিনি আরও জানান, আটক তুরজাউনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com