
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক নিশ্চিত করতে হবে।সেই সাথে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা।
এসময় মানববন্ধনে, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম,বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন,ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল,পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেইট ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]