সড়ক পরিবহনের ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের আহবান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২০:২১
সড়ক পরিবহনের ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের আহবান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহনের সমস্যা নিরসনে ৮ দফা দাবি বাস্তবায়নে ৭২ ঘণ্টার ধর্মঘটের আহবান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।


শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন শুরু করা হয়।


ক্যাম্পেইনে আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৫ আগস্ট শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষে নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এই কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদার্থ আহবান জানিয়েছেন।


এছাড়া দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার সাহেপ্রতাপ, নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, ভেলানগর, ইটাখোলা ও শিবপুর বাসস্ট্যান্ড এলাকায়ও লিপলেট বিতরণ করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ নং ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলি সংশোধনসহ ৮ দফা দাবিসহ শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি নাজমুল হোসেন ভূইয়া, কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল, সহ-সাধারণ সম্পাদক বাদল মিয়া ও বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও মাসুদ মিয়া প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com