
জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঞার ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে পরশুরাম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বাদী হয়ে পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে হামলার ঘটনায় পরশুরাম উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দোষারোপ করেন তিনি।
পরশুরামে স্বেচ্চাসেবী পরিবারের উদ্যোগে বন্যা প্রতিরোধ মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মান ও খাল খননের পরশুরামবাসির ভূমিকা এবং সরকারের করনীয় শীর্ষক সেমিনারের বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান। অনুষ্ঠানে ফেনী জেলা, পরশুরাম উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম অভিযোগ করেন বেড়িবাঁধ সংরক্ষণ পরিষদ'-এর আয়োজনে পরশুরাম উপজেলার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে বক্তব্য প্রদান করি। পরশুরামবাসি উন্নয়ন বঞ্চিত এমন বক্তব্য দেয়ায় হঠাৎ পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজ কমিশনার ও যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিলের নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহায়তায় আমি প্রাণে রক্ষা পাই। আমি মনে করি, পরশুরাম উপজেলা সন্ত্রাসের জনপদে রুপান্তর হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ এখনি পদক্ষেপ নিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, আমি তার সাথে মজা করেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন প্রধানমন্ত্রী নন তাকে নিয়ে বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি। আমি এই বিষয়টি বুঝানোর চেষ্টা করেছি। তার সাথে আমার শুধু বাকবিতন্ডা হয়েছে এর বেশি কিছু না।
এ ব্যপারে পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ঘটনাস্থলে আমি উভয় পক্ষকে নিভৃত করার চেষ্টা করেছি। এ ঘটনায় পিআরপির চেয়ারম্যান তারিকুল ইসলাম বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]