
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদীতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। নরসিংদী প্রেস ক্লাব আয়োজিত উপজেলা মোড়ে (প্রেস ক্লাবের সম্মুখে) এ মানববন্ধনে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। এর দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। সাংবাদিক সমাজ দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তার জন্যও সরকারের প্রতি জোর আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায় ও হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির শাহ, সাংবাদিক আইয়ুব খান সরকার প্রমুখ ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]