
চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে যৌথবাহিনী মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের ‘বিলাস’ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে।
পিরোজপুর সদর থানায় জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম নিশ্চিত করেছেন। ওই মামলায় ৫ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন বালু ব্যবসায়ী জুয়েল ও রিপনের কাছে মারুফ কিছু দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও খুন জখমের হুমকি দিয়ে আসছিল মারুফ। তারা বিষয়টি বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজনদের জানালে মারুফ তাদের ওপর ক্ষিপ্ত হয়। পরে ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের অফিসের সামনে গিয়ে তাদের কাছে আগের দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মারফ। চাঁদা দিতে অস্বীকার করায় সে হকস্টিক দিয়ে জুয়েলকে পেটায়। এ সময় তার ব্যবসায়িক সহযোগী রিপন তাকে রক্ষার চেষ্টা করলে মারুফ ও তার সহযোগীরা তাকেও মারধর করে। জুয়েল দৌড়ে তার অফিসের মধ্যে গেলে হামলাকারীরা অফিসে ঢুকে দরজা বন্ধ করে জুয়েলকে হাত-পা বেঁধে পেটায়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে।
বিবার্তা/তাওহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]