বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করল পাকিস্তান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৪
বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসকবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত তিন সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।


রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।


বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ বলেন, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ কাছে। কারণ, তারা (বিচ্ছিন্নতাবাদীরা) এই পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আমরা জানতে পেরেছি।


পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার বেলুচিস্তানে বোমা হামলায় একজন সেনা কর্মকর্তা এবং দুজন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা।


বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এই সম্পদ উত্তোলন করে। তবে বালুচ স্বাধীনতাকামীদের অভিযোগ, বেলুচিস্তানের এই সম্পদ লুট করছে ইসলামাবাদ ও বেইজিং।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com