ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত অন্যায়: ভারত
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৬
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত অন্যায়: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়ে নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বুধবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


বিবৃতিতে ভারত জানায়, ভারতের জ্বালানি আমদানি বাজারের পরিস্থিতি বিবেচনা করেই পরিচালিত হয়। এটি ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশই জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা খুবই দুর্ভাগ্যজনক।


এতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত শুধু অনুচিতই নয়, বরং পুরোপুরি অগ্রহণযোগ্য। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


এর আগে, বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে- যা চীনের তুলনায় ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।


নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি মনে করি ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে… তাই আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com