
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা এলাকায় ২০২৩ সালের একটি শিশু হত্যা মামলায় তিন যুবককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দুই বছর আগের মামলা, আসামি গ্রেফতারও হয়েছিল এবং হত্যার দায় স্বীকারও করেছে। তবে, সম্প্রতি তদন্ত কর্মকর্তা বদল হওয়ার পর নতুন চার্জশিটে পরিকল্পিতভাবে তিন যুবকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের ১৭ অক্টোবর খাটিহাতা এলাকার মো. সাব্বির মিয়া (১০) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পর একটি হত্যা মামলা দায়ের হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার বদল হলে নতুনভাবে চার্জশিটে রাকিব আহমেদ কালু, এমদাদুল হক বাবু এবং শাকিল মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়, যাদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ষড়যন্ত্রমূলক ফাঁসানোর অভিযোগ তুলেছে।
এ বিষয়ে সামাজিক সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সর্বশেষ গত ৫ আগস্ট বিকেলে বুধল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আতিকুর রহমান শফিকের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন কাসেমী, চান্দিয়ারার আবুল কাশেম, বাবুল মেম্বার, ফজলুর রহমান, হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার সরদারগণ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে দুইটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে তিন যুবককে ফাঁসানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে এসব কমিটি।
সাবেক মেম্বার মিজান জানান, “আমার দুই ছেলেকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমি নিজেও বাড়িতে নিরাপদ নই। পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।”
তিনি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানান এবং দ্রুত ন্যায়বিচারের আশ্বাস চেয়েছেন।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ইউনিয়নে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]