
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে ভরা। ক্ষতিগ্রস্ত সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড়-আটোয়ারী আঞ্চলিক সড়কের উপর দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এক পর্যায়ে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখেন এলাকাবাসী। এসময় ভোগান্তিতে পড়েন উভয় পাশের যানবাহন চালকসহ পথচারিরা।
এসময় স্থানীয়রা বলেন, সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খান্দা খন্দে ভরা। সড়ক দিয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী কষ্ট করে যাতায়াত করেন। খানাখন্দকের কারণে ওই সড়ক ধরে পাশের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেতে পারেন না। কেউ যদি নিজের বাড়িতে ভ্যানে করে যেতে চায় তাহলে ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হয়। তারা আরও জানান, গত ১৭ বছরেও সড়কটি কেউ সংস্কার করেনি। কোন উদ্দ্যোগও গ্রহণ করেননি। বর্তমানে বর্ষায় এই সড়কে কেউ চলাচল করতে পারেনা খানাখন্দেন কারণে।
অবিলম্বে সড়কটি পাকাকরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনাস্থলে গিয়ে সড়ক পাঁকাকরণের বিষয়ে আশস্ত করে অবরোধকারীদের রাস্তা থেকে সড়িয়ে দেন । সড়কটির পাকাকরণে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলেও এলাকাবাসীকে আশস্ত করেন। পরে ক্ষতিগ্রস্থ সড়কটি পরিদর্শন করেন তিনি। এসময় সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী রমজান আলী, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]