
ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান জানান, শুক্রবার রাতে রাজধানীর শান্তি নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে ছাত্র-জনতা মহাসড়কে অবস্থান নেয়। মিছিল নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মুহুর্মুহু গুলি করে। এতে অন্তত ৭ জন নিহত হন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]