সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে গুরুদাসপুরে মানববন্ধন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:১০
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে গুরুদাসপুরে মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদ ও দ্রুততম সময়ে বিচার দাবিতে নাটোরের গুরুদাসপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।


শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে থানা মোড় শাপলা চত্ত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


আয়োজিত ওই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি এম এম আলী আক্কাছ, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ,প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান সাজ্জাদ,আনন্দ টেলিভিশনের জালাল উদ্দিন,সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান নাহিদ,আমার সংবাদের আব্দুস সালাম প্রমুখ।


বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়,এটি স্বাধীন গনমাধ্যমের জন্য হুমকি স্বরুপ। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। সাংবাদিকদের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। সারাদেশে একের পর এক যেভাবে সাংবাদিকরা আহত,গুম,খুনের শিকার হচ্ছে তাতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও নিরাপত্তা হীনতায় ভুগছেন। সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তুহিনের পরিবারের আর্থিক নিরাপত্তার দায়িত্ব সরকারকে বহণ করতেও সমাবেশ থেকে আহবান জানানো হয়।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com