
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৯ম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিউনিস্ট পার্টির সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র নাথ রায়, উপজেলা বাসদের সমন্বয়ক প্রভাষক সাঈদ আখতার আমিন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে ফেরদৌস কবির রানুকে সভাপতি, অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়কে সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, মোকছেদ আলী, সুনীল চন্দ্র সরকার, আলেয়া বেগম, বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, ফনিন্দ্র নাথ, আক্কাস আলী, বাবু মিয়া ও মুকুল চন্দ্র মোদক সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বিবার্তা/হাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]