সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:২৩
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী কতৃক নৃশংস কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কক্সবাজারের সাংবাদিক সমাজ।


এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ( ৯ আগস্ট) দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক) এবং জেলার কর্মরত সাংবাদিকরা।


কর্মসূচির আয়োজন করেন ক্র্যাক সভাপতি ও দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি ও অনুসন্ধানী সাংবাদিক জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ।


ব্যানার হাতে নেমে আসেন শতাধিক সাংবাদিক তাদের আহ্বানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ব্যানার, ফেস্টুন ও কালো ব্যাজ নিয়ে মানববন্ধনে অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক। তারা একযোগে তুহিন হত্যার বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন— “অস্ত্র দিয়ে কলম থামানো যাবে না” এবং “সত্যের জয় হবেই”।


মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাংবাদিক জসিম উদ্দিন বলেন—“প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশে থাকে না। প্রেস কাউন্সিলের নামে ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেব না। যে প্রেস কাউন্সিল সাংবাদিকের কোনো কাজে আসে না, সেই প্রেস কাউন্সিলের প্রতি ধিক্কার জানাই।”


তিনি আরও বলেন—“একজন সাংবাদিককে হত্যার পরও যদি রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত। আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি—এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”


বক্তাদের দাবি— সাংবাদিক সুরক্ষা আইন চাই মানববন্ধনে বক্তব্য দেন জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচ এম এম এরশাদ, এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক কক্সবাজারের তাজুল ইসলাম, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ, টিটিএন সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না, আবদুর রশিদ মানিক, আমিন, ইয়ার রহমান আনান, মাহবুব আলম মিনার, সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, রিপনসহ আরও অনেকে।


বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।


বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন— সাংবাদিকদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বা হত্যা করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। কক্সবাজারের সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকবে, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


মানববন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন, যা পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। তারা জানান— “আমরা থামবো না, কলম চলবে— সত্যের জয় হবেই।”


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com