
গাজীপুরের চৌরাস্তায় ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে গত ৭ আগস্ট কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
৯ আগস্ট, শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়।
তুহিন হত্যায় জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ করিম, মো. তৈয়ব আলী, মো. রফিকুল ইসলাম ও চৌধুরী মোহাম্মদ সুজন প্রমুখ।
এতে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ৬জনকে আটক করলেও অন্য জড়িতরা এখনো আটক হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে কিছু ফেসবুক ফেইজ ও একাউন্ট থেকে কু-মন্তব্যসহ হুমকির স্ট্যাটাস দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবিও তুলেন বক্তারা।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]