
ফরিদপুরের বোয়ালমারীতে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৯ মে, বুধবার বিকেলে তাদের জেলা আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা এলাকার মো. মুসা (২৮) ও একই এলাকার ইরান মোল্যা (৪২)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]