
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে মহাসড়কে পাশে সরকারি ও বেসরকারি চোরাই মালামাল কেনা-বেচার সময় চোর চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব-১২।
মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের পার্শ্বে ধোপাকান্দি এলাকায় মহাসড়কের পাশে বিভিন্ন চোরাই দোকানে অভিযান চালিয়ে ছয় বস্তা সরকারি চাল, ৩৭ কেজি গম, ৩৯১ কেজি রড, ৯০ কেজি কয়লা, নগদ ৮৪ হাজার ৪০০ টাকা সহ আটজন আসামিকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সড়াতৈল গ্রামের আবুল হোসেনের ছেলে, আশরাফুল ইসলাম, রায়গঞ্জ থানার বাশুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে, হাফিজুল ইসলাম, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেন এর ছেলে মিরাজুল ইসলাম, ধোপাকান্দি এলাকার আব্দুর রশিদের ছেলে নুর হোসেন ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ইটাখোলা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ড্রাইভার ইমরান হোসেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার রাজারামপুর ফকিরবাড়ি এলাকার হাইকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ড্রাইভার, পঞ্চগড় জেলার সদর থানার ভুজুরীপাড়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম ও পশ্চিম মালানী এলাকার হাফেজ আলীর ছেলে জসিমউদদীন।
১১ই মার্চ, সোমবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. ইলিয়াস খান।
তিনি আরও জানান, মহাসড়কে চোরাই কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]