
সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ, শনিবার সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়।
গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে গণেশ দাশ ৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আবারও নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী আক্তার পেয়েছেন ২৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে এস এম আবু সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল ওয়াদুদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাকিম প্রার্থীতা প্রত্যাহার করায় সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিবার্তা/রাহেনুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]