
রাজশাহীর গোদাগাড়ীতে কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ (থোকা) চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের উচলপাড়ায় তিন বিঘা জমিতে পেঁয়াজের বীজ তৈরির জন্য চারা রোপণ করে কৃষক মোঃ আব্দুল্লাহ। প্রতিটি চারায় বীজের থোকা ধরেছিল। ১৫-২০ দিনের মধ্যে কাটা মাড়াই শেষে পেঁয়াজ বীজ সংরক্ষণ করা যেত। এমন সময় শক্রতার জেরে দুর্বৃত্তরা তিন বিঘা পেঁয়াজ বীজের চারার মুড়ি কেটে নষ্ট করে দিয়েছে।
৯ মার্চ, শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, জমিতে কেটে ফেলা পেঁয়াজ বীজ পড়ে আছে। সাংবাদিক দেখে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে কৃষক আব্দুল্লাহ। এ ঘটনায় কৃষক মোঃ আব্দুল্লাহ গোদাগাড়ী থানায় সাধারণ ডাইরি করেছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, সাধারণ ডাইরিতে সন্দেহভাজন দুইজনের নাম রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কৃষক আব্দুল্লাহ বলেন তিনি শিক্ষকতার পাশাপাশি প্রতি বছর তিনবিঘা জমি বর্গা নিয়ে পেঁয়াজ বীজের চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছে।
চলতি মৌসুমে উৎপাদিত পেঁয়াজ বীজ বিক্রি করে ১২ লক্ষ টাকা আয় হতো। কিন্তু পেঁয়াজ বীজের চারা নষ্ট হয়ে যাওয়ায় ৭ লক্ষ টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই কৃষক।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ক্ষতিগ্রস্ত পেঁয়াজ বীজের জমি পরিদর্শন করেছে। তিনি ক্ষতিগ্রস্ত পেঁয়াজ বীজের নমুনা দেখে বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে জমি থেকে পেঁয়াজ বীজের উৎপাদন পাওয়া যেত।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]