সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৪
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হিমেল নামের বিশ বছরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজালাখ ফুট ওভার ব্রিজের উপরে এঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ফুট ওভার ব্রিজ দিয়ে ওই যুবক পার হচ্ছিলেন। এসময় একদল ছিনতাইকারী তার পথ রোধ করে তাকে ধরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা প্রদান করেন। এসময় ছিনতাকারীরা তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এমন হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ সাভারে সকল ফুট ওভার ব্রিজ রাত হলেও ছিনতাইকারীদের দখলে চলে যায়। প্রতিনিয়ত ছিনতাইয়ের এমন ঘটনা ঘটছে।


এবিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর জানান,ওই যুবকের হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com