
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা রঞ্জিত কুমার দে (৫০) নামের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্রের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের চর আরকান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
পুলিশ জানায়, রঞ্জিত কুমার বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে মহল্লাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহারা দেয়ার জন্য আসে। এদিন তার সঙ্গে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. ইউসুফ ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে রঞ্জিত প্রকৃতির ডাকে স্কুলের পেছনের বাগানে যায়। আধা ঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নৈশপ্রহরী রঞ্জিতকে ডাকাডাকি করতে থাকেন। রঞ্জিত সাড়া না দেয়ায় ইউসুফ বিষয়টি স্কুলের শিক্ষক ও স্থানীয় কিরম মেম্বারকে ফোনে জানান। ভোর আনুমানিক ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে গ্রাম পুলিশ রঞ্জিতের মরদেহ পাওয়া যায়।
নিহতের স্ত্রী রিতা দে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। শনিবার সকালে খবর পাই চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগানে তার মরদেহ পাওয়া গেছে।
রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, ধারণা করা হচ্ছে রঞ্জিত প্রকৃতির ডাকে সাড়া দেয়া জন্য বাইরে বের হলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]