
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরীটেক এলাকায় একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ২৬টি ছাগল ও হাঁস-মুরগি।
সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৌধুরীটেক এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে পিয়াস মণ্ডলের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে যায়।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়িতে থাকা একটি কক্ষে ২৬টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মরে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী জানান, পিয়াস মণ্ডলের বাড়ির এক কক্ষে থাকা ২৬টি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]