
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি, মঙ্গলবার সকালে সাতৈর এসডিসি কার্যালয়ে সমৃদ্ধ কর্মসূচির আওতায় বেসরকারি এনজিও সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি বিকাশ কুমার কুণ্ডুর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম।
তিনি এসডিসির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, আমাদের কাজ হচ্ছে সমাজের অবহেলিত মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো। আর এসডিসি আমাদের কাজকে অনেকটা সহজ করে দিচ্ছে। এনজিও সংস্থাটি দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এভাবে অন্যান্য এনজিও সংস্থা এগিয়ে আসলে দ্রুতই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও এসডিসি’র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, এসডিসির পরিচালক (অপারেশন) খন্দকার হামিদুল ইসলাম, প্রবীণ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুজ্জামান মৃধা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থাপনা করেন সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিত পাল।
বিবার্তা/মিলু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]