জুতার ভিতর ইয়াবা পরিবহনের সময় যুবক গ্রেফতার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮
জুতার ভিতর ইয়াবা পরিবহনের সময় যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুতার ভেতর করে ইয়াবা পরিবহনের সময় মো: শাহ আলম (৩০) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। তিনি বান্দরবন জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলার ৭ নং ওয়ার্ডের আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।


৪ ডিসেম্বর, সোমবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।


প্রেস রিলিজের মাধ্যমে তিনি জানান, গত রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।


সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com