ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করবেন না বলে জানালেন পদত্যাগ করা বিএনপি নেতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৫২
ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করবেন না বলে জানালেন পদত্যাগ করা বিএনপি নেতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন দুই নেতা। বুধবার (১৫ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মো. জহুরুল ইসলাম ও সাইফুল ইসলাম।


১৬ নভেম্বর, বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান বিএনপি নেতা জহুরুল ইসলাম।


তিনি বলেন, ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করব না।


তবে স্থানীয় বিএনপির দাবি, গ্রেফতার আতঙ্কে তারা পুলিশি হয়রানি থেকে বাঁচতেই পদত্যাগ করেছেন।


জহুরুল ইসলাম উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে।


চিঠি পাঠানো আরেকজন হলেন একই ইউনিয়নের কুন্দাশন গ্রামের মো. ময়দান আলীর ছেলে সাইফুল ইসলাম।


অব্যাহতি প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলার বিএনপির কার্যকারী কমিটিতে ৮৯ নম্বর সদস্য হিসেবে আমার নাম দেওয়া আছে। যা আমি জানি না। আমি এ পদ গ্রহণ করি নাই। আমি নাটোরের সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ে ২০১০ সাল থেকে প্রধান শিক্ষিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলা বিএনপির কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি।


এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল বলেন, জহুরুল উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য ছিলেন। তিনি বরাবরই সুবিধাবাদী। বিএনপির চলমান আন্দোলনের মধ্যে গ্রেপ্তার এড়াতে পদত্যাগ করেছেন। এখনও তাদের পত্রটি হাতে পাইনি। পেলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com