তফসিল প্রত্যাখ্যান করে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ২২:২২
তফসিল প্রত্যাখ্যান করে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বগুড়া শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।


১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথেই জামায়াতে ইসলামীর কয়েকশ নেতাকর্মী বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পিটিআই মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহুর্তে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জাতিকে চরমভাবে হতাশ করেছে। অবিলম্বে তফসিল বাতিল করা না হলে যেকোন পরিস্থিতির জন্য শেখ হাসিনার সরকার দায়ী থাকবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াতের নেতারা।


মিছিল শেষে সমাবেশ চলাকালীন সময়ে সমবেশ স্থল পিটিআই মোড়ে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।


এদিকে একই দিনে রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ডভ্যান (ট্রাক)-এ আগুন দিয়েছে দূর্বৃত্তরা।


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের ধারণা অবরোধকারীরা এই আগুনের ঘটনা ঘটিয়েছে।


বিবার্তা/রাহেনুর/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com