কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:০১
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।


অবৈধ পথে সুপারি পারাপারকালে বিএসএফ এর রাবার বুলেটে আশরাফুল আলম (২৫) নামের এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে। আহত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপারের সময় ভারতের কালমাটি বিএসএফ ক‍্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৗনে ২ টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।


ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছোররা গুলির আঘাতে অসুস্থ এক ব‍্যক্তি হাসপাতালে চিকিৎসার জন‍্য এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।


এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের ছুড়া গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে বলে শুনেছি।


লালমনিরহাট ১৫ বিজিবির লে. কর্ণেল আহমেদ বজলুর রহমান জানান, সীমান্তে রাবার বুলেটে একজন আহত হয়েছেন বিষয়টি শুনেছি।


বিবার্তা/বিপ্লব/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com