ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:১২
ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস।


৪ নভেম্বর, শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।


দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনে মাধ্যমে কর্মসূচি শুভ সূচনা করেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।


এসময় দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ।


সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।


অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বীর মুক্তিযোদ্ধা সফেদ আলী, শিক্ষক আনোয়ারুল হক,তরিকুল ইসলাম পলাশ প্রমূখ।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com